এসএসসি পরীক্ষার্থীকে মারধর গাঁজা সেবনের ভিডিও করায়

এসএসসি পরীক্ষার্থীকে মারধর গাঁজা সেবনের ভিডিও করায়,বরগুনার তালতলী উপজেলায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে-মারধরের অভিযোগ উঠেছে।

 

এসএসসি পরীক্ষার্থীকে মারধর গাঁজা সেবনের ভিডিও করায়

 

এসএসসি পরীক্ষার্থীকে মারধর গাঁজা সেবনের ভিডিও করায়

মঙ্গলবার  বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বড়বাড়ি সংলগ্ন জেলা পরিষদের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই শিক্ষার্থী চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

ভুক্তভোগী পরীক্ষার্থী জানায়, ‘পরীক্ষার প্রস্তুতি শেষ করে বাড়ির পাশে ঘুরতে বের হই। এ সময় তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের করইবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খাইরুলসহ কয়েকজনকে জেলা পরিষদের পুকুর পাড়ে গাঁজা সেবন করতে দেখি। আমার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে গোপনে এ দৃশ্য ভিডিও করি। বিষয়টি টের পেরে ওরা আমাকে এলোপাতাড়ি ঘুসি ও লাথি মেরে পালিয়ে যায়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী জহিরুল মোল্লা বলেন, ‘রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ডাক-চিৎকার শুনতে পাই। সামনে গিয়ে দেখি খাইরুলসহ আরও কয়েকজন ওই এসএসসি পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করছেন। তাদের থামানোর চেষ্টা করলে ওরা আমার ওপরও চড়াও হন। আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর বাবা বলেন, ‘জীবিকা নির্বাহের জন্য ও পড়াশোনার খরচ জোগানোর জন্য আমি ঢাকায় কাজ করি। ছেলের পরীক্ষা চলছে, এমন সময় আমার ছেলেকে মারধর করেছে। যারা আমার ছেলেকে মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এমন কোনো ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএসসি পরীক্ষার্থীকে মারধর গাঁজা সেবনের ভিডিও করায়

 

আরও পড়ুন:

১ thought on “এসএসসি পরীক্ষার্থীকে মারধর গাঁজা সেবনের ভিডিও করায়”

Leave a Comment