বরগুনা জেলার কৃষি

আমাদের আজকের আলোচনার বিষয় বরগুনা জেলার কৃষি, বরগুনা-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত । বরগুনা এর অর্থনীতি কৃষিনির্ভর। প্রধান শস্য ধান, চিনাবাদাম,সরিষা,সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল। একসময় পাট চাষ হত, কিন্তু তা অর্থকারী ফসল হিসেবে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। উপকূলবর্তী জেলা হওয়ায়, বরগুনার অনেকেই জেলের কাজ করে। উপকূলীয় বরগুনায় প্রান্তিক জনগোষ্ঠীর গৃহবধূরা কৃষি কাজ করে, নদীতে মাছধরা ও প্রক্রিয়াজাতকরণ এবং তাঁতে কাপড় বুনে সংসারের আর্থিক বন্দোবস্ত করেন। এছাড়াও অপরদিকে জেলার পরিত্যাক্ত লবনাক্ত জমিতে পরীক্ষামূলক লবন সহিষ্ণু ধান চাষ করেও সফলতা পেয়েছেন কৃষকরা।

বরগুনা জেলার কৃষি

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কৃষি পণ্যধান, রবিশস্য, ডাল, মরিচ, আলু, কুমড়া, তরমুজ ইত্যাদি
ফসলী জমির পরিমাণএক ফসলী : ৩৭৩৩১ হেক্টর, দো-ফসলী:৩৭৭৫০ হেক্টর, তিন ফসলী:২৯০০০ হেক্টর
সাময়িক পতিত জমির পরিমাণ৩৩৪০০ হেক্টর
স্থায়ী পতিত জমির পরিমাণ১০০০ হেক্টর
মোট ফসলী জমি,৯৯,৮৩১ হেক্টর
নীট ফসলী জমি১০৪০৮১ হেক্টর

 

২০২৩ সালের আগে উপকূলীয় এ অঞ্চলের কৃষকরা লবণাক্ততার কারণে উল্লেখযোগ্য পরিমাণের কৃষিজমিতে ফসল ফলাতে পারেন না। অনেক জমিতেই বছরে একবার ধান চাষ করলেও তা লবণের কারণে নষ্ট হয়ে যেতো। প্রতি বছরই কৃষকদের লোকসানের ঘানি টানতে হতো। লবণাক্ত অঞ্চল খ্যাত উপকূলীয় বরগুনার পাথরঘাটা উপজেলার মধ্যে অন্যতম কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে ফসল ফলানোই যেখানে কষ্টসাধ্য ব্যাপার, সেখানে পরীক্ষামূলক লবণ সহনশীল ও উচ্চ ফলনশীল ধান ব্রি ৬৭, ৭৪ ও ৯৭ জাতের আবাদ করে ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা।

 

বরগুনা জেলার কৃষি

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর পরামর্শে প্রথমবারের মতো ২০২২-২৩ বোরো মৌসুমে তারা ১০ বিঘা জমিতে ব্রি ধান ৬৭, ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ৯৭ জাতগুলো চাষ করেন। সবগুলো জাতের ফলনই অত্যন্ত ভালো হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লবণ সহনশীল অনেকগুলো জাত উদ্ভাবন করেছে। তার মধ্যে ব্রি ধান ৬৭ ও ব্রি ধান ৯৭ অন্যতম। এই জাতগুলো ৮ থেকে ১২ মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে এবং জীবনকাল ১৪০ থেকে ১৪৫ দিন। তিনি আরও বলেন, বরগুনা জেলার মতো উপকূলীয় লবণাক্ত অঞ্চলগুলোতে উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই জাতটি চাষ করতে পারলে কোনো জমি আর পতিত থাকবে না এবং দেশের খাদ্য নিরাপত্তায বিশেষ ভূমিকা রাখবে।

 

বরগুনা জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তাগণের তালিকা ও মোবাইল নাম্বার:

 

১. আমতলী

নামপদবিফোনমোবাইলইমেইল
শাহ আলমউপজেলা কৃষি কর্মকর্তা০৪৪৫২৫৬০৫৮০১৯১৮২৪৭৩৩৮abc@gmail.com

 

২. বরগুনা সদর

নামপদবিফোনমোবাইলইমেইল
মো: তৌহিদউপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত)01716777805touhid_ag@yahoo.com
মোঃ তৌহিদকৃষি সম্প্রসারণ অফিসার01748021521touhid_ag@yahoo.com
মোঃ শহিদুল ইসলামসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার01674002632touhid_ag@yahoo.com

 

৩. বেতাগী

নামপদবিফোনমোবাইলইমেইল
মো: জাকির হোসেন তালুকদারউপজেলা কৃষি অফিসার০৪৪৫৪৫৬০২৭০১৭১০০২১৪৬১zakirdae22@yahoo.com

 

৪. বামনা

নামপদবিফোনমোবাইলইমেইল
ড.মো: সফি উদ্দিনউপজেলা কৃষি অফিসার০৪৪৫৩৫৬০৬৩০১৮১৪৭৫১৭৯৫uao.bamna@gmail.com
নাসির উদ্দীন আহমেদকৃষি সম্প্রসারণ অফিসার01913691751mnumahmud@gmail.com
মোঃআফাজ উদ্দিনসহকারি কৃষি কর্মকর্তা০১৯২১১২৫২০৩uao.bamna@gmail.com
এস এ এম নাসিরএস এ পি পি ও০১৭১৪৩৪০৯৭৫uao.bamna@gmail.com
মোঃমোয়াজ্জেম হোসেনউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭১৪৩০০০৩৫uao.bamna@gmail.com
এস এম কবিরউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭১৫৮৪৭৮৩৪uao.bamna@gmail.com
রাজেন্দ্র চন্দ্র শীলউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭১৪৫৫১৭১৭uao.bamna@gmail.com
গাজী হুমায়ুন কবিরউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭১৪৫৫২২২৪uao.bamna@gmail.com
প্রতিক মিত্রউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭১৮৭১৮৩৭২uao.bamna@gmail.com
মোঃশাহ আলমউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭২০২৬৬১৫৮uao.bamna@gmail.com
তরুন কুমার হাওলাদেরউপসহকারি কৃষি কর্মকর্তা০১৭১৩৯৬২৭৪৭uao.bamna@gmail.com
ফারজানা ইয়াসমিনউপসহকারী কৃষি কর্মকর্তা০১৭৬৭৪৫৭৪০৬ucobamna@gmail.com

 

৫. পাথরঘাটা

নামপদবিফোনমোবাইলইমেইল
এস.এম. বদরুল আলমউপজেলা কৃষি কর্মকর্তা০৪৪৫৫-৭৫০৩৫01718365612s.m.badrulalam@gmail.com
মো: বজলার রহমানসহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১৬১৩৭২৩৬s.m.badrulalam@gmail.com
মীর আজিজুর রহমানউপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১৩৯৫৯৮৬২s.m.badrulalam@gmail.com
মো: আ: হাকিমউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭২৮৮৭৪৪৩০s.m.badrulalam@gmail.com
মু: নজমুল আলমউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১১২০৩১৬৭s.m.badrulalam@gmail.com
মো: আবুল বাসারউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭৪০৯৯১৬১৫s.m.badrulalam@gmail.com
মো: ইউনুছউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭৩১০১৬০৪৫s.m.badrulalam@gmail.com
মো: দেলোয়ার হোসেনউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১৪৮৩৪৮১১s.m.badrulalam@gmail.com
মো: হারুন অর রশিদউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১৭৯২৪৭১৮s.m.badrulalam@gmail.com
মো: হারুন অর রশিদ আকনউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭৭৭৩৩৬৭৭২s.m.badrulalam@gmail.com
মো: শহিদুল ইসলামউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭২৫৩৭৭৬৭৩s.m.badrulalam@gmail.com
কাজী তোফাজ্জেল হোসেনউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭২৪৯৯৬৫৩৮s.m.badrulalam@gmail.com
মো: আ: মালেকউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭২৫০৬৬৪১৪s.m.badrulalam@gmail.com
নাদিরা বেগমউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭৭৭৩৩৬৭৭২s.m.badrulalam@gmail.com
মো: জালাল উদ্দিনউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭২৮৮১২৯১৩s.m.badrulalam@gmail.com
স্বপন কুমার কির্ত্তনীয়াউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১৩৯৫৫৩২৪s.m.badrulalam@gmail.com
অসিম চন্দ্র দাসউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭২১১৮৬৮০৮s.m.badrulalam@gmail.com
মো: রবি ফয়সালউপসহকারি কৃষি কর্মকর্তা০৪৪৫৫৭৫০৩৫০১৭১০১৭৯৬৭৭s.m.badrulalam@gmail.com

৬. তালতলি

নামপদবিফোনমোবাইলইমেইল
সৈয়দ রেজা-ই-মাহমুদকৃষি সম্প্রসারন কর্মকর্তা (অতি: দা:)No@mail.com

 

বরগুনা জেলার কৃষি

 

আরও পড়ুনঃ

১ thought on “বরগুনা জেলার কৃষি”

Leave a Comment