বাইক চালানোয় আটক ২ অনুমতি ছাড়া,বরগুনার আমতলী উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় অনুমতি ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে দুজনকে আটক করেছেন নির্বাহী-ম্যাজিস্ট্রেট।
বাইক চালানোয় আটক ২ অনুমতি ছাড়া
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার-সদর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়।
আটকরা হলেন- আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী এলাকার খবির উদ্দিন হাওলাদারের ছেলে হাবিব ও পটুয়াখালীর বাউফল উপজেলার শুকান্ত কুমার রায়ের ছেলে শমীরন রায়।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী-ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান বলেন, নির্বাচনী এলাকায় অনুমোদনবিহীন মোটরসাইকেল চালানোয় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।