মা ছেলেকে মারধর ছাগল বেঁধে রাখতে বলায়,বরগুনার আমতলী-পজেলায় ছাগলকে কেন্দ্র করে মা ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মা ছেলেকে মারধর ছাগল বেঁধে রাখতে বলায়
মঙ্গলবার বিকেল ৫টার দিকে আমতলী-উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছোনাউডা গ্রামের রাজা খানের ছেলে বশির (৩৫) ও তার মা তাসলিমা বেগম (৬৫)। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বশির বলেন, ‘মামুন আমাদের প্রতিবেশী। তার ছাগল আমার চাষ করা ঘাস খাচ্ছিল। বিষয়টি দেখার পর আমি মামুনকে ছাগল বেঁধে রাখতে বলি। তবে মামুন বিষয়টি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকে। তার ভাই রাকিব এবং রাকিবের শ্যালক রায়হানও আমাকে মারধর করেন। মা এগিয়ে তাকে মারধর করেন।’


