বরগুনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৪ খবর দিয়ে শুরু করছি বরগুনা জেলা এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
বরগুনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৪ | সারা সপ্তাহের খবর
সিঁধ কেটে ঘরে ঢুকে ধর্ষণ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
বরগুনার তালতলীতে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম এনায়েত পিয়াদা। তিনি ছোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
বরগুনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৪

বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে। এতে বিএনপির ১৯ জন ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর আহত হন।
দুস্থদের ভিজিডি কার্ড সরকারি স্কুলের শিক্ষকের স্ত্রী
বরগুনার তালতলীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) তালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর নাম পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাহিদা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে রেখে পালিয়েছেন স্বামী। শাহিদার বাবার অভিযোগ, মেয়েকে হত্যা করে গলায় ফাঁস দেওয়ার নাটক সাজানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বাবা আব্দুল কাদেরের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আমতলীতে ছাগল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক
বরগুনার আমতলীতে ছাগল চুরির অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আরিফুল ইসলাম শিকদার। তিনি উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ২টার দিকে আমতলীর দক্ষিণ ঘোপখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ছাগলটি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
বরগুনায় জেলেদের বরাদ্দের ১০০ বস্তা চাল জব্দ

বরগুনার বেতাগীতে জেলেদের জন্য বরাদ্দ ১০০ বস্তা (পাঁচ টন) চাল জব্দ করা হয়েছে। উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ চাল আত্মসাতের জন্য মজুদ করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ এপ্রিল) রাতে এ চাল উদ্ধারে অভিযান পরিচালনা করেন বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।
বরগুনায় তরমুজ ক্ষেতে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা বহিষ্কার
বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মালাকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একই সাথে সবুজকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সবুজ মালাকারকে বহিষ্কারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তি আকারে নিজ ফেসবুক আইডিতে প্রকাশ করেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।
বরগুনায় তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে গালমন্দ, অভিমানে শাশুড়ির আত্মহত্যা
রগুনার পাথরঘাটায় পুত্রবধূর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি সফুরা বেগম (৫৫)। বুধবার (৫ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.