কারাগারে মুদিদোকানি টিসিবির-পণ্য বেচে,বরগুনার তালতলী উপজেলায় মুদিদোকানে ট্রেড করপোরেশন বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির অপরাধে অনিল চন্দ্র শীল নামে এক ব্যবসায়ীর ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ-আদালত।

কারাগারে মুদিদোকানি টিসিবির পণ্য বেচে
এ সময় ওই দোকান থেকে টিসিবির ৭২ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুরের ডাল ও ৪১ কেজি চিনি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।

তালতলী বাজারের অনিল চন্দ্র শীলের মুদি দোকানে টিসিবির-পণ্য বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করে টিসিবির-পণ্য পাওয়া যায়। দোকান মালিককে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, ওই দোকান মালিক টিসিবির-পণ্য কোথা থেকে পেয়েছে তার নাম প্রকাশ করেনি।

আরও পড়ুন:

১ thought on “টিসিবির পণ্য বেচে কারাগারে মুদিদোকানি”