বরগুনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় বরগুনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য. বরগুনা-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত ।

বরগুনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

বিষয়পরিসংখ্যান/বিবরণ
আয়তন১৯৩৯.৩৯ বর্গ কি:মি:
সীমানাউত্তরে ঝালকাঠী, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলা; দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর; পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা
যোগাযোগ ব্যবস্থাপ্রধানত: নদীপথে লঞ্চযোগে এবং সড়ক পথে ।
জনসংখ্যা,২৭,৮৯০ জন২০১১ সনের আদমশুমারী অনুযায়ী
১. পুরুষ : ৪,৫৪,৬৩৬ জন, মহিলা : ৪,৭৩,২৫৪ জন
জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি:মি:)৪৭৯ জন

 

 

বরগুনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা জেলার মোট জনসংখ্যা ৮,৯২,৭৮১ জন। এর মধ্যে পুরুষ ৪,৩৭,৪১৩ জন এবং মহিলা ৪,৫৫,৩৬৮ জন। মোট পরিবার ২,১৫,৮৪২টি।

বরগুনা দক্ষিণাঞ্চলের জেলা। এর উত্তরে ঝালকাঠি জেলা, বরিশাল জেলা, পিরোজপুর জেলা ও পটুয়াখালী জেলা, দক্ষিণে পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা। জেলা সদরে বরগুনা শহর। একটি পৌরসভা। ৯ ওয়ার্ড ও ১৮ মহল্লা।

১৯৬৯ সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয় ।১৫ ফাল্গুন ১৩৮৯ বঙ্গাব্দে (১৯৮৪ সাল) দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলায় পরিণত হয়।

 

বরগুনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

আরও পড়ুনঃ

১ thought on “বরগুনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য”

Leave a Comment