অবশেষে উদ্ধার ট্রলারসহ ৪ দিন সাগরে ভেসেছেন তারা

অবশেষে উদ্ধার ট্রলারসহ ৪ দিন সাগরে ভেসেছেন তারা,বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ পাথরঘাটার একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ১৪ জন জেলে নিয়ে ৪ দিন সাগরে ভেসেছিল ট্রলারটি। পরে কোস্টগার্ড ও জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির প্রচেষ্টায় ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়েছে।

 

অবশেষে উদ্ধার ট্রলারসহ ৪ দিন সাগরে ভেসেছেন তারা

 

অবশেষে উদ্ধার ট্রলারসহ ৪ দিন সাগরে ভেসেছেন তারা

ট্রলারটির নাম এফবি মাহফুজা। মালিকের নাম সগীর হোসেন। তিনি পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা। রোববার  দুপুরের দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। আজ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ-জোন।

জানা যায়, ১৫ মে দুপুরে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও রসদ নিয়ে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা হয় এফবি মাহফুজা নামের ট্রলারটি। ৬৫ দিনের মৎস্য নিষেধাজ্ঞার আগেই ঘাটে আসার কথা ছিল ট্রলারটির। কিন্তু ১৮ মে হঠাৎ ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যায়। সেই থেকেই সাগরে ভাসছিল ট্রলারটি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরে আজ কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হয় ট্রলার ও জেলেরা। জেলেদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফিরে আসা ওই ট্রলারের মালিক ও মাঝি সগীর হোসেন বলেন, ১৫ মে সাগরের মাছ ধরার জন্য রওনা হই। সাগরে গিয়ে দুইবার জাল ফেলি। দুদিন পর ১৮ মে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরে আমরা ভাসতে থাকি, কোনো কূল কিনারা পাইনি। এমনকি কাছাকাছি কোনো ট্রলারও ছিল না। পরে ভাসতে ভাসতে যখন মোবাইল নেটওয়ার্কের ভেতরে আসি তখন কোস্টগার্ডকে মোবাইলে উদ্ধারের জন্য জানাই।

 

অবশেষে উদ্ধার ট্রলারসহ ৪ দিন সাগরে ভেসেছেন তারা

 

কোস্টগার্ড দক্ষিণ-জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার  বলেন, রোববার সকালে সগীর হোসেন বিষয়টি জানালে আমরা দ্রুত বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহযোগিতা নিয়ে সাগরে গিয়ে জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। জেলেরা অক্ষত থাকলেও তারা শারীরিকভাবে অসুস্থ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন:

Leave a Comment